ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করফাইল ছবি: রয়টার্স
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে যাঁরা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছেন, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।