দিল্লিতে এআইসিসি সদর দপ্তরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং এআইসিসি পর্যবেক্ষকদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুললেন অধীর চৌধুরী। তিনি একযোগে অভিযোগ করলেন, ওপার বাংলার পরিস্থিতি প্রভাবিত করবে বঙ্গ রাজনীতিকে। এখনই সতর্ক হওয়া উচিত কংগ্রেসের। একই দাবিতে মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখেছেন দীপা দাশমুন্সী।