নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে এক রিকশাচালক হত্যা মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম।
এর আগে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জু আবাসিক এলাকা থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সৈকতকে গ্রেপ্তার করে মিন্টো রেডের ডিবি অফিসে নেওয়া হয়।
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া (৩৯)। পরে ২০ জুলাই তার স্ত্রী ফাতেমা খাতুন বাদি হয়ে পল্টন থানায় কারো নাম উল্লেখ না করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশ দুস্কৃতকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়েন কামাল। পরে তিন দৃস্কৃতকারীদের গুলিতে আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।